আমরা আলোচনার সুবিধার্থে Minima টেমপ্লেটকে বেছে নিয়েছি। অন্য সব টেমপ্লেটেও একইভাবে সাইডবার বসিয়ে নেয়া যাবে।
- প্রথমেই ব্লগার.কম এ গুগল আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন হয়ে নিন।
- Layout > Edit HTML ট্যাবে চলে যান।
- এখানে HTML কোডেরে মধ্যে স্ক্রল করে নিচে নামুন।
- এক জায়গায় লেখা আছে /* Outer-Wrapper------ */
- এই অংশের একটু নিচে দেখুন নিচের কোডঅংশটুকু লেখা আছে
- #sidebar-wrapper {
width: 220px;
float: $endSide;
word-wrap: break-word; /* fix for long text breaking sidebar float in IE */
overflow: hidden; /* fix for long non-text content breaking IE sidebar float */
} - এই অংশটুকু সম্পূর্ণ কপি করে নিয়ে এর ঠিক নিচেই পেস্ট করুন।
- sidebar-wrapper নামটির শেষে আর একটি সংখ্যা ১/ ২ বসিয়ে দিন। তাহলে এই নতুন সাইডবারটির নাম হয়ে গেল sidebar-wrapper2
- এখানে width:220px; পরিবর্তন করে বিভিন্ন মাপ পরীক্ষা করতে পারেন।
- আমরা এর আগে কিভাবে ব্লগার.কম ব্লগের আকার পরিবর্তন করতে হয় তা জেনেছি। নতুন সাইডবারটির আকার যেহেতু 220px সেহেতু স্ক্রল করে একটু উপরে গিয়ে
- #outer-wrapper {
width: 660px; - এই অংশটুকুতে width:660px; এর সাথে 220 যোগ করে দিতে হবে। তাহলে সম্পূর্ণ মান হবে 880px, অর্থাৎ আপনার ব্লগের আকার হয়ে গেল ৮৮০ পিক্সেল।
- একইভাবে আরও উপরে গিয়ে
- #header-wrapper {
width:660px; - এই অংশের ৬৬০ পরিবর্তন করে ৮৮০ করে দিন।
- খেয়াল করেছেন কি#sidebar-wrapper {
width: 220px;
float: $endSide; এখানে float endSide লেখা রয়েছে। নতুন সাইডবারের এই জায়গায় startSide লিখে দিন। তাহলে নতুন সাইডবারটি পুরনো সাইডবারের বামপাশে থাকবে। পরস্পর কোড পাল্টাপাল্টি করেও নিতে পারেন। - এবার স্ক্রল করে HTML কোডগুলোর আরও নিচে নামুন।
- এক জায়গায় লেখা আছে <div id='sidebar-wrapper'>
<b:section class='sidebar' id='sidebar' preferred='yes'>
<b:widget id='HTML1' locked='false' title='' type='HTML'/>
</b:section> এটা আগে থেকে সাইডবারের কোড। - এই অংশটুকু আছে <div id='main-wrapper'> এর নিচে।
- নতুন সাইডবারের জন্য নিচের কোডটুকু main-wrapper এর উপরে বসিয়ে দিন। তাহলে main-wrapper এর আগে একটি ও পরে আর একটি সাইডবার থাকবে। এটা অবশ্য আপনার নিজস্ব মর্জির উপর নিভর্র করবে। আপনি ইচ্ছে করলে main-wrapper এর নিচেও বসাতে পারেন। সেক্ষেত্রে পোস্ট অংশের পাশে পরপর দুইটি সাইডবার থাকবে। যে কোডটুকু হবে তা এরকম
- <div id='sidebar-wrapper2'>
<b:section class='sidebar' id='sidebar2' preferred='yes'></b:section>
</div> - PREVIEW দেখে নিন। সবকিছু ঠিকঠাক থাকলে SAVE TEMPLATE লেখা বাটনে ক্লিক করে পরিবর্তনটুকু সংরক্ষণ করুন।
- এখনি ব্লগ রিফ্রেস করতে যাবেন না।
- এবার Layout > Page Elements ট্যাবে আসুন। দেখুন, আপনার টেমপ্লেটের চেহারা নিম্নরূপ ধারণ করেছে।
- HTML অংশে করা পরিবর্তনগুলোর কারণে বামপাশে একটি নতুন সাইডবার তৈরি হয়ে গেছে। কিন্তু এখনও কোন গেজেট লাগানো হয়নি।
- এই নতুন সাইডবারের Add a Gadget লেখাতে ক্লিক করে প্রয়োজনীয় গেজেট বসিয়ে নিন।
- এবার ব্লগ রিফ্রেশ করুন।
- আপনার ব্লগের পোস্ট অংশের পাশে নিচের ছবির মতো আর একটি সাইডবার দেখতে পারবেন।
- আশা করি সব ধাপগুলো ঠিকমতো বর্ণনা করতে পেরেছি।
- উল্লেখ্য যে, সাইডবারের আকার নিজের মনমতো পাল্টে নিতে পারবেন। সে অনুযায়ী ব্লগের আকারেও পরিবর্তন করতে হবে।