- ডিফল্ট ডেস্কটপ হিসেবে KDE 4.3 কে রাখা হয়েছে।
- Gnome 2.28.1 তো আছেই।
- লিনাক্স কার্ণেল 2.6.31 ব্যবহার করা হয়েছে।
- বুট টাইম অনেক বেড়ে গেছে। এছাড়াও শাট ডাউন, হাইবারনেট, সাসপেন্ড এবং রিসিউম হবে খুব দ্রুত।Download Mandriva linux 2010.
- হার্ডডিস্ক পার্টিশন করার অপশনটি সহজ করা হয়েছে। এছাড়াও ইনস্টল করার যে জটিলতা ছিল সেগুলো এখন আর নেই।It's a very powerful linux distro for modern world.
- ইন্টেল গ্রাফিকস কার্ড সাপোর্ট রয়েছে। ফলে লোড হওয়া, রানিং থাকা হয়েছে আরও বেশি দ্রুততর।
- আধুনিক সবধরণের নেটবুক কম্পিউটার সাপোর্ট করে। এমনকি Asus Eee Pc তেও চলে।
- দ্রুততম সময়ে কাজ সারার জন্য Moblin Desktop Environment রাখা হয়েছে। যাদের পিসির কনফিগারেশন একটু পুরনো তাদের জন্য এটা একটা দারুণ সুযোগ।
- এছাড়া ওপেন অফিস, মজিলা ফায়ারফক্স তো আছেই।
Mandriva Linux 2010.0 বের হয়েছে
Posted by: Aero River
ম্যানড্রিভা লিনাক্স ২০১০ বের হয়েছে। এই ভার্সনে এবার বেশ কিছু নতুন নতুন ফিচার যোগ করা হয়েছে। যেসব পরিবর্তন এতে রয়েছে সেগুলো হলো: