Mandriva Linux 2010.0 বের হয়েছে


ম্যানড্রিভা লিনাক্স ২০১০ বের হয়েছে। এই ভার্সনে এবার বেশ কিছু নতুন নতুন ফিচার যোগ করা হয়েছে। যেসব পরিবর্তন এতে রয়েছে সেগুলো হলো:
  • ডিফল্ট ডেস্কটপ হিসেবে KDE 4.3 কে রাখা হয়েছে।
  • Gnome 2.28.1 তো আছেই।
  • লিনাক্স কার্ণেল 2.6.31 ব্যবহার করা হয়েছে।
  • বুট টাইম অনেক বেড়ে গেছে। এছাড়াও শাট ডাউন, হাইবারনেট, সাসপেন্ড এবং রিসিউম হবে খুব দ্রুত।Download Mandriva linux 2010.
  • হার্ডডিস্ক পার্টিশন করার অপশনটি সহজ করা হয়েছে। এছাড়াও ইনস্টল করার যে জটিলতা ছিল সেগুলো এখন আর নেই।It's a very powerful linux distro for modern world.
  • ইন্টেল গ্রাফিকস কার্ড সাপোর্ট রয়েছে। ফলে লোড হওয়া, রানিং থাকা হয়েছে আরও বেশি দ্রুততর।
  • আধুনিক সবধরণের নেটবুক কম্পিউটার সাপোর্ট করে। এমনকি Asus Eee Pc তেও চলে।
  • দ্রুততম সময়ে কাজ সারার জন্য Moblin Desktop Environment রাখা হয়েছে। যাদের পিসির কনফিগারেশন একটু পুরনো তাদের জন্য এটা একটা দারুণ সুযোগ।
  • এছাড়া ওপেন অফিস, মজিলা ফায়ারফক্স তো আছেই।
আপনার সুবিধা অনুযায়ী বিভিন্ন রকম বৈশিষ্ট্যের ইনস্টলার ডাউনলোড করুন এখান থেকে
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger