বিশ্বের সেরা লেখক জাতি

বাংলা ভাষায় এমনি এমনিই নোবেল পুরষ্কার আসেনি। বাঙ্গালি যে শুধু বাংলায়ই নয় ভিন্ন ভাষায়ও লিখতে পারে তারই একটি জলজ্যন্ত প্রমান পেয়ে সবাইকে তা জানাবার আগ্রহ নিয়ে এই পোস্ট দিচ্ছি। বৃটেনে বসবাস রত বাংলাদেশি বংশোদ্ভুত মাত্র ১২ বতসর বয়সি এক মেয়ের ইংরেজিতে লেখা একটি কবিতা সে দেশের সকল স্কুল সমন্বয়ে অনুষ্ঠিত এক প্রতিযোগিতায় ১২ থেকে ১৮ বছর বয়সি ছেলে মেয়েদের বিভিন্ন লেখার মধ্যে প্রথম হয়েছে আর নির্বাচিত লেখা গুলি বই আকারে প্রকাশ করেছে Young Writers, Remuse House, Colsfoot Drive, Peterborough, PE2 9JA, England.
এবার দেখি সে কি লিখেছেঃ
VIRTUAL DEATH
I dashed outside into the street. I gasped at the
sight; a huge pile of battered bodies dripping with
gore, guts and blood, tossed carelessly in the
middle of the street.
Game over, flashed on my screen. I sighed in
exasperation and removed my virtual reality
helmet.

এই উদিয়মান ক্ষুদে কবির নাম তাসমিনা খানম, সে সাউথ ওয়েলসের ব্রিজেন্ড শহরে বাস করে এবং Bryntirion Comprehensive School, Bridgend এ ৭ম বতসরের ছাত্রী, তার বড় বোন সেলিনা এক জন ফারমাসিস্ট এবং মেঝ বোন তামান্না Information Technology তে সদ্য স্নাকোত্তর ডিগ্রী পেয়েছে আর দুই ভাই তারই মত স্কুলে পড়ছে। তার বাবা সমসু মিয়া ব্রিজেন্ডের একজন বিশিষ্ট ব্যবসায়ি।

তার এই লেখা গুলি বাঙ্গালির জন্য বয়ে আনুক আর একটি নোবেল পুরষ্কার, সেই দিনের পথ চেয়ে রইলাম, আশাকরি আপনারাও আমার সাথে থাকবেন।
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger