আমরা সাধারণত জিমেইলের (Gmail) একাউন্ট (Account) ব্যবহার করে থাকি। কিন্তু ইচ্ছে করলে গুগলমেইল (Googlemail) থেকেও একটি মেইল একাউন্ট (Mail Account) আপনি খুলতে পারেন। গুগলমেইল সাধারণত ইংল্যান্ড (England) ও জার্মানীর (Germany) জন্য তৈরি করা হয়েছিল। আর কোন দেশের জন্য এটা উন্মুক্ত নয়। কিন্তু আপনি ইচ্ছে করলে বাংলাদেশ বা অন্য কোন দেশ থেকেও মেইল একাউন্ট খুলতে পারেন।এই লিংকটিতে ক্লিক করে গুগলমেইলে একটি একাউন্ট খুলতে পাবেন। সেক্ষেত্রে আপনার ইমেইলের ইউজার (User ID) নামের শেষে gmail এর বদলে googlmail.com লেখা থাকবে। এক্ষুনি পরীক্ষা করে দেখুন।
এখানে ক্লিক করে রেজিস্ট্রেশন (Registration) করুন। তবে মনে রাখবেন, gmail ও googlemail একই ডাটাবেস (Database) ব্যবহার করে। ফলে একই নামে একাধিক একাউন্ট আপনি খুলতে পারবেন না।