ব্লগারের একটি নতুন ফিচার উন্মুক্ত করা হয়েছে। এর নাম ফলোয়ার (Followers)। আপনার ব্লগ (Blog) কতজন ফলো করছেন, তা আপনি একটি গেজেট (Gadget) মাধ্যমে ব্লগে প্রদর্শণ করতে পারবেন। এ জন্য Add gadget বাটনে প্রেস করলে যে লিস্ট আসবে, তা থেকে Followers নির্বাচন করুন। যদি আপনার ব্লগ অন্যরা ফলো করে, তাহলে ব্লগের সাইডবারে (Sidebar) তা একটি স্বতন্ত্র গেজেট হিসেবে দেখাবে।
আপনি নিজেও অন্যদের ব্লগকে ফলো করতে পারেন। ব্লগারে লগইন (Login) করলে নিচে ফলোয়ারের অপশন দেখতে পাবেন। সেখানে Add বাটন ক্লিক করে যে ব্লগ ফলো করতে চান তার এড্রেস (URL) লিখুন। তাহলে আপনি সঙ্গে সঙ্গে সেই ব্লগে শেষ পোস্টগুলির একটি তালিকা দেখতে পাবেন। আপনার যতগুলি ইচ্ছা ব্লগের ফলোয়ার হতে পারেন।