বর্তমানকালের ইন্টারনেটে যতগুলো সার্চ ইঞ্জিন আছে তার মধ্যে গুগল (Google.com) সবচাইতে বেশি জনপ্রিয়। অনলাইনে যা কিছু খুঁজতে চাইলে প্রথমেই আমরা স্মরণ করি গুগল এর কথা। গুগলকে ব্যবহার করে আমরা আমাদের প্রয়োজনীয় তথ্যটা খুঁজে পেতে চাই। কিন্তু অনেক সময় আমরা সঠিক শব্দটি গুগলের মাধ্যমে পাই না। এর কারণ আমরা সঠিক তথ্যটি খুজে পাবার জন্য কিছু প্রাথমিক পদ্ধতি ব্যবহার করি না। সাধারণত আমরা যখন কোন শব্দ গুগলের মাধ্যমে সার্চ করি সেগুলোকে Keyword হিসেবে ধরে নেয়া হয়। এই Keyword গুলোকে ভিত্তি ধরে গুগলের পক্ষে একেবারে সঠিক বা নিখুঁত ফলাফল প্রদর্শন করা অনেক সময় কঠিন হয়ে পড়ে। এজন্য গুগলের নিকট হতে সর্বোচ্চ তথ্য সুবিধা পেতে চাইলে কিছু কী ওয়ার্ডের সাথে আরও কিছু সার্চ অপারেটরও (Search Operator) ব্যবহার করতে হবে। এইসব অপারেটর (Operator) সঠিকভাবে ব্যবহার করতে পারলে গুগলের কাছ থেকে অপেক্ষাকৃত বেশি নিঁখুত ফলাফল পাওয়া যাবে।
সঠিক ফলাফল পাবার জন্য গুগল সার্চের কিছু টিপস
নির্দিষ্ট কোন সাইটের বিষয়বস্তু সার্চ করা
সাধারণত গুগলে (Google.com) কোন কী ওয়ার্ড (Key Word) সার্চ (Search) করলে যতগুলো ওয়েবসাইটে (Web Site) আপনার প্রত্যাশিত কী ওয়ার্ড পাওয়া যায়, গুগল (Google) সবগুলোকে ক্রমানুসারে ব্যবহারকারীর সামনে উপস্থাপন করে। কিন্তু এভাবে সার্চ না করে আপনি ইচ্ছে করলে আপনার জানা নির্দিষ্ট কোন ওয়েবসাইট থেকে নির্দিষ্ট কোন শব্দকে (Key Word) সার্চ করে বের করতে পারেন।
ধরা যাক, আপনি আমাদের প্রযুক্তি সাইটটি থেকে “Computer” শব্দটি আছে কি না, বা “Computer” বিষয়ে কোন লেখা আছে কি না, তা জানতে চাচ্ছেন। কিন্তু গুগল বা অন্য সার্চ ইঞ্জিনে “Computer” লিখে সার্চ দিলে শত শত রেজাল্ট আসে ঠিকই, কিন্তু তার প্রথমদিকের কোনটিও আমাদের প্রযুক্তি সাইট থেকে আসে না। এই অবস্থায় গুগলের সার্চ অপারেটর ব্যবহার করে আপনি আপনার প্রয়োজনীয় তথ্যটি অনায়াসে খুঁজে পেতে পারেন।
===================
গুগলের মাধ্যমে আমদের প্রযুক্তি ওয়েবসাইট থেকে শুধুমাত্র “Computer” শব্দটি খোঁজার জন্য সার্চ বক্সে “Computer site:amaderprojukti.com” লিখে সার্চ করুন। দেখা যাবে যে ফলাফলগুলো শুধুমাত্র আমাদের প্রযুক্তি সাইট থেকেই এসেছে। এই পদ্ধতি ব্যবহার করে যেকোন ওয়েবসাইট থেকে যেকোন তথ্য খুঁজে বের করে আনা অনায়াসে সম্ভব।
নির্দিষ্ট কোন ওয়েবসাইটের শুধু ছবিগুলো দেখা:
ইন্টারনেটে ছবি সার্চ করার জন্য গুগলের images.google.com বেশ ভালো ও শক্তিশালী একটি সার্চ ইঞ্জিন। যেকোন কী-ওয়ার্ড লিখে এখানে সার্চ করলেই মুহূর্তের মধ্যে ঠিক সেই বিষয়ের অসংখ্য ছবি এসে যাবে। কিন্তু সেই ছবিগুলো আসে বিশ্বের বিভিন্ন ওয়েবসাইট থেকে পেজ র্যাংকিং অনুযায়ী। এখন আপনার হয়তো কখনও সারা বিশ্বের বিভিন্ন ওয়েবসাইট থেকে খোঁজার পরিবর্তে শুধুমাত্র নির্দিষ্ট কোন সাইটের ছবি খোঁজার প্রয়োজন। এক্ষেত্রে আপনি image.google.com এর site অপারেটরটি ব্যবহার করতে পারেন।
ধরি, বিবিসি ওয়েব সাইট থেকে লেডী ডায়নার ছবি খুঁজতে চাচ্ছেন। সেক্ষেত্রে আপনি যদি image.google.com এ গিয়ে site: bbc.co.uk diana লিখে সার্চ করেন, তাহলেই কাঙ্খিত ফলাফল পেয়ে যাবেন। এই পদ্ধতিতে কোন নির্দিষ্ট ছবি খোঁজার পাশাপাশি আপনি ইচ্ছে করলে যে কোন সাইটের সবগুলো ছবিও দেখতে পারেন। যেমন আপনি যদি এখানে শুধুমাত্র site:bbc.co.uk লিখে সার্চ দেন, তাহলে বিবিসি এর সবগুলো ছবি সার্চ রেজাল্ট হিসেবে প্রদর্শিত হবে।
যদি আপনি কোন সাইট “ভিজুয়্যালি” ব্রাউজ করতে চান তাহলে এই বিশেষ পদ্ধতিটা আপনার কাজে লাগতে পারে । এছাড়া কোন নির্দিষ্ট সাইটের শতশত লেখার মধ্য থেকে একটি প্রয়োজনীয় লেখা পড়ে পড়ে খুঁজে বের করার চেয়ে ছবি দেখে খুঁজে বের করা অনেক সহজ। সেক্ষেত্রে আপনি গুগল ইমেজে প্রদর্শিত সাইটের সবগুলো ছবি থেকে প্রয়োজনীয় ছবিগুলোর উপর ক্লিক করে সেই ছবি সম্পর্কিত নিবন্ধগুলো পড়ে নিতে পারেন।
ওয়েবসাইটের লিংক কোথায় কোথায় আছে
কোন একটি নির্দিষ্ট ওয়েব সাইটের লিংক কোথায় কোথায় আছে তা গুগল সার্চ থেকে খুব সহজেই জেনে নেয়া সম্ভব।
কোন ওয়েব সাইটের লিংক কোথায় কোথায় আছে তা জানার জন্য গুগল সার্চে Link অপারেটরটি ব্যবহার করতে হবে। ধরা যাক, আমাদের প্রযুক্তি ফোরামের লিংক কোথায় কোথায় আছে তা আমরা জানতে চাই। তাহলে গুগল সার্চে গিয়ে link:forum.amaderprojukti.com লিখে সার্চ দিতে হবে। যে রেজাল্ট আসবে সেইসব সাইটের কোন এক জায়গায় আমাদের প্রযুক্তি ফোরামের লিংক দেওয়া আছে।
সংজ্ঞা খোঁজা:
Define অপারেটরটি গুগল সার্চের সাথে ব্যবহার করে কোন সাইটে প্রবেশ না করে শুধুমাত্র সার্চ রেজাল্ট থেকেই যেকোন শব্দের সংজ্ঞা জেনে নেয়া সম্ভব। গুগল বিভিন্ন সাইট থেকে প্রত্যাশিত শব্দটির বিভিন্ন সংজ্ঞা এনে হাজির করবে।
ধরা যাক, internet শব্দটির সংজ্ঞা যদি কেউ জানতে চায়, তাহলে গুগল সার্চে গিয়ে define:internet লিখে সার্চ দিলেই দেখবেন internet শব্দটির বিভিন্ন সংজ্ঞা এসে উপস্থিত হবে।