এখানে নাম, Web Address, বিবরণ ইত্যাদি দিন। ওয়েব ঠিকানা লেখা সময় অবশ্যই মনে করে ঠিকানার পূর্বে "http://" লিখতে ভুলবেন না।
এরপর ক্যাটাগরি (Category) অংশে যদি আপনি নতুন কোন ক্যাটাগরি তৈরি করতে চান, যেমন সাহিত্য, বিজ্ঞান, রাজনীতি ইত্যাদি, তাহলে তা তৈরি করুন। ডিফল্ট হিসেবে Blogrool ক্যাটাগরিতে আপনার দেয়া নতুন লিংকটি অন্তর্ভূক্ত হয়ে যাবে।
এছাড়াও Advanced Options অংশে আপনি লিংকটাকে আলাদা ওয়েব পেজে নাকি বর্তমান ওয়েব পেজে খুলতে চান, লিংকটির মালিক সম্পর্কে কিছু তথ্য, যেমন তার নাম, পরিচয়, শারীরিক বৈশিষ্ট্য, পেশা, ইত্যাদি লিখে দিতে পারেন। কোন ছবি দিতে চাইলে তাও দিতে পারবেন একেবারে সর্বনিচের উন্নততর লেখা জায়গাতে।