কয়েকটি হাতে আঁকা দারুন ও আকর্ষনীয় ডিজাইন

হাতের লেখার (Hand written text) যে সৌন্দর্য্য তা এখনও এই ডিজিটাল (Digital) প্রযুক্তির (Technology) যুগেও ম্লান হয়ে যায়নি। এখনও যেমন আমাদের কাছে হার্ডকপি (Hardcopy) বই পড়তে বেশি ভাল লাগে। তেমনি এখনও হাতে আঁকা সৌন্দর্যের মূল্য অপরিসীম।

হাতে আঁকা কিছু ডিজাইনের খবর প্রকাশ হয়েছে বিখ্যাত 'স্ম্যাশিং ম্যাগাজিন (Smashing Magazine)' ওয়েব সাইটে। এই খবরে নানা ভঙ্গির, নানা রঙের নানারকম বৈচিত্র্যের মোট ৪০টি ফন্ট ডিজাইন প্রকাশ করা হয়েছে। এদের মধ্যে কিছু কিছু রয়েছে সম্পূর্ণ হাতে আঁকা, কিছু রয়েছে হাতে আঁকা ছবির উপরে ফটোশপ (Photoshop) ও ইলাস্ট্রেটর (Illustrator) দিয়ে স্কেচ করা। এছাড়াও কয়েকটিতে হাতে আঁকা ছবির উপরে বিভিন্ন ফন্ট (Font) ব্যবহার করে শিল্পকর্মটিকে দৃষ্টিনন্দন করা হয়েছে। এর মধ্যে কয়েকটি ছবি নিচে প্রকাশ করলাম।
খবরটি প্রকাশিত হয়েছে এই পাতায়। (দুর্ভাগ্যের বিষয় যে পেজটি লোড হতে খুব দেরি হচ্ছিল বলে সম্পূর্ণ দেখতে পাইনি। নেটস্পিড অভূতপূর্ব)
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger